মাছ উৎপাদনে রেকর্ড! ১২৩টি দেশে রফতানি করে আয় ৫৭ হাজার কোটি টাকার বেশি
নয়াদিল্লি: মাছ উৎপাদনে রেকর্ড! ২০২১-২২ সালে মাছ উৎপাদন সর্বোচ্চ। শনিবার মৎস্যমন্ত্রক জানাল, শেষ বছরের ভারতে ১৬১.৮৭ লক্ষ টন মাছ উৎপাদন হয়েছে। যেখানে আগের বছর ছিল ১৪১.৬৪ লক্ষ টন।
বর্তমানে বিশ্বের ১২৩টি দেশ মাছ রফতানি করে ভারত। উৎপাদনবৃদ্ধির সঙ্গে রফতানির পরিমাণও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়। এই সময়কালে ১৩.৬৪ লক্ষ টন মাছ রফতানি করেছে দেশ। যার মূল্য ৫৭ হাজার ৫৮৭ কোটি টাকা। এর মধ্যে বেশিরভাগটাই এসেছে চিংড়ি রফতানির থেকে।
মাছ চাষিদের উৎসাহ দিতে বিভিন্ন প্রকল্প
বিবৃতিতে কেন্দ্র বলেছে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY)-র অধীনে বিমা কভারেজের আওতায় সাহায্য পেয়েছেন ২২টি রাজ্য এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৩১.৪৭ লক্ষ কৃষক। অতিরিক্ত৬.৭৭ লক্ষ কৃষককে নিষেধাজ্ঞার সময় জীবিকা ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
মৎস্যমন্ত্রক বলেছে, মৎস্যজীবীদের জন্য মূলধন এবং স্বল্পমেয়াদী ঋণের প্রয়োজন...