Tag: faceless assessment

সৎ করদাতাদের সুবিধার্থে ‘স্বচ্ছ করব্যবস্থা’র সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
খবর

সৎ করদাতাদের সুবিধার্থে ‘স্বচ্ছ করব্যবস্থা’র সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলাbiz ডেস্ক: করোনা অতিমারি পরিস্থিতির মধ্যেই করব্যবস্থা সংস্কারের পথে অনেকটাই এগোল কেন্দ্রীয় সরকার। সূচিত হল ‘স্বচ্ছ করব্যবস্থা – সৎকে সম্মান’ (ট্রান্সপারেন্ট ট্যাক্সেশন – অনারিং দ্য অনেস্ট) শীর্ষক নতুন মঞ্চ। দেশের করব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে বৃহস্পতিবার নতুন মঞ্চের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জাতি গঠনে দেশের সৎ করদাতারা বিরাট ভূমিকা পালন করেন। আজ থেকে যে নতুন সুবিধা চালু হচ্ছে তাতে সৎ মানুষকে সম্মান জানানোর ব্যাপারে সরকারের দায়বদ্ধতাতেই জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, “দেশের করব্যবস্থার সংস্কার এবং তা সরল করার উদ্দেশ্যেই এই নতুন মঞ্চ চালু হল। এখন থেকে করদাতাকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হবে। করদাতাকে এখন বিশ্বাস করা হবে, তাঁর দিকে সন্দেহের নজরে তাকানো হবে না। কর বিভাগকে বেঁধে দেওয়া সময়ের মধ্যেই যাবতীয় পদক্ষেপ ও প্রক্রিয়া পরিচালনা করতে হবে।” প্রধানমন্ত্রী জানা...