আবগারিতে রাজস্ব বৃদ্ধি ২১ শতাংশ! কী ভাবে ‘ম্যাজিক’ করল নবান্ন, জানতে চায় বহু রাজ্য

 বছরে রাজস্ব বৃদ্ধি গড়ে প্রায় ২১ শতাংশ করে। অন্য রাজ্যগুলিতে যা ১০ শতাংশও পেরোয়নি। অথচ পশ্চিমবঙ্গে মদ খাওয়ার প্রবণতা বেড়েছে মাত্র ৪-৫ শতাংশ। কী ভাবে এই ‘ম্যাজিক’ সম্ভব হল তা জানতে এ বার নবান্নের দ্বারস্থ হল বেশ কয়েকটি রাজ্য।