মোরাটোরিয়ামের সময়কালে ইএমআইয়ের উপর বাড়তি সুদ মকুবের প্রভাব নিয়ে পর্যালোচনায় কমিটি গড়ল কেন্দ্র জানা গিয়েছে, প্রাক্তন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG) রাজীব মেহর্ষিকে ওই কমিটির প্রধান করা হয়েছে।