Tag: Direct Tax Code

খরচে উৎসাহে দিতে ব্যক্তিগত আয়করের স্ল্যাব ঢেলে সাজাতে চায় কেন্দ্র
Uncategorized

খরচে উৎসাহে দিতে ব্যক্তিগত আয়করের স্ল্যাব ঢেলে সাজাতে চায় কেন্দ্র

বিবি ডেস্ক : খরচে উৎসাহ দিতে ইতিমধ্যে ই একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এবার আয়করের স্ল্যাব ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করছে মোদী সরকার। কেন্দ্রের আশা এর ফলে মধ্যবিত্তের মধ্যে খরচের আগ্রহ বাড়বে, চাঙ্গা হবে ঝিমিয়ে পড়া অর্থনীতি। কিছুদিন আগেই বিনিয়োগে উৎসাহ দিতে কর্পোরেট করে ছাড়ের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বিনিয়োগকারীরা। এবার মধ্যবিত্তকে খরচে উৎসাহ দিতে আয়করের স্ল্যাব পরিবর্তন করছে কেন্দ্র। ইকোনমিক্স টাইমস আয়কর বিভাগের এক আধিকারিকের সূত্র উল্লেখ করে জানিয়েছে, ডাইরেক্ট ট্যাক্স কোড (DTC) উপর একটি টাক্স ফোর্স গত ১৯ আগস্ট একটি রিপোর্ট জমা দেয়। সেই তারা প্রস্তাব দেয় ব্যক্তিগত আয়করের পুনর্বিন্যাসে। সেই প্রস্তাব মেনে সরকার স্ল্যাব পরিবর্তনের পথে হাঁটছে বলে ওই সরকারি আধিকারিক জানিয়েছেন। এই পরিবর্তন লক্ষ্য হল, করের জটিলতা কাটিয়ে জীবনযাপনকে আরও সহজ করা...