Tag: currency chest

কলকাতায় মেগা কারেন্সি চেস্ট চালু করল বন্ধন ব্যাঙ্ক
খবর

কলকাতায় মেগা কারেন্সি চেস্ট চালু করল বন্ধন ব্যাঙ্ক

কলকাতায় নিজের মেগা কারেন্সি চেস্ট খুলল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)। এই কারেন্সি চেস্টটি পশ্চিমবঙ্গে ১,৭৫৭টি ব্যাঙ্কিং আউটলেট এবং এটিএম-এর জন্য নগদ ব্যবস্থাপনায় ব্যাঙ্ককে সাহায্য করবে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)-র চিফ জেনারেল ম্যানেজার গুণবীর সিং সোমবার এই কারেন্সি চেস্টটি উদ্বোধন করেন। বন্ধন ব্যাঙ্কের অন্যান্য উচ্চ পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন আজকের উদ্বোধন অনুষ্ঠানে। শহরের নিউটাউন অঞ্চলে এই কারেন্সি চেস্ট অবস্থিত। এটি ব্যাঙ্কের তৃতীয় মেগা কারেন্সি চেস্ট, অন্য দুটি পাটনা এবং গুয়াহাটিতে অবস্থিত। এই চেস্টের ফলে বাজারে নতুন কারেন্সি নোট সরবরাহ করা এবং ব্যবহার অযোগ্য ময়লা নোটগুলিকে তুলে নেওয়ার কাজটি আরো সহজ হয়ে যাবে। এটি ব্যাঙ্ককে তাদের গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে সাহায্য করবে। বর্তমানে পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাঙ্কের এক কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কলকাতায় ব্যাঙ্কের শা...