Car Insurance কেনার সময় এই ৫টি বিষয় মাথায় রাখুন
গাড়ি তো কিনলেন, কিন্তু তার নিরাপত্তার কথা ভেবে দেখবেন না, তা কি হয়! গাড়ির জন্য বিমা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু প্রথম বার গাড়ি কেনার সময় অনেকেই বিষয়টি সম্পর্কে ততটা সচেতন নন। চলুন জেনে নেওয়া যাক, সেসব কথাই।
নিজের প্রয়োজনীয়তা
গাড়ি বিমা কেনার আগে নিজের প্রয়োজনীয়তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যেমন, আপনি যদি পুরনো গাড়ি কেনেন, তা হলে গাড়ির বয়স জানতে হবে। সেটার বিমার অবস্থান জানতে হবে।
পলিসির তুলনা
গাড়ির বিমা কেনার সময়, বিভিন্ন সংস্থার দেওয়া পলিসির তুলনা করা উচিত। কোন বিমা আপনাকে কম দামে বেশি সুবিধা দিচ্ছে, তা তুলনা করার জন্য আপনার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত।
অ্যাড-অন
গাড়ি বিমা পলিসিতে একটি অ্যাড-অন পাওয়া আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাড়ির বিমা পলিসি নেওয়ার সময়, ডেপ্রিসিয়েশন কভার এবং ইঞ্জিন সুরক্ষা কভার ইত্যাদি অবশ্যই নিতে হবে।
আইডিভি
বিমাকৃত...