মন্দার আশঙ্কা! ১৯ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাক্সেনচার
তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাক্সেনচার (Accenture)-এর কর্মীদের জন্য দুঃসংবাদ। আগামী দিনে নিজের মুনাফা হ্রাসের আশঙ্কা। মন্দার জেরে রাজস্ব ঘাটতির ইঙ্গিত মিলতেই প্রায় ১৯ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল সংস্থা।
বিশ্বব্যাপী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ক্রমশ নিম্নমুখী। যা তথ্যপ্রযুক্তি পরিষেবাগুলিতে ব্যয় বাড়িয়ে তুলেছে। যে কারণে কর্মী ছাঁটাইয়ের পথ ধরছে অ্যাক্সেনচার। বৃহস্পতিবার সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ১৮ মাসে ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। নন-বিলেব্ল ক্ষেত্রে কাজ করেন (যাঁদের কাজের বিনিময়ে ক্লায়েন্ট টাকা দেয় না), এমন কর্মীদেরই ছাঁটাই করা হবে।
শুধুমাত্র অ্যাক্সেনচার নয়, কতকটা একই কারণে অনেক বড়ো সংস্থাই এই বছর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। চলতি বছরের শুরুতে, মেটা, গুগল এবং জুমের মতো সংস্থাগুলি ইতিমধ্যে কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ফেসবুকের মূল কোম্পানি মেটা ন...