আধার অথেন্টিকেশন করতে পারবে বেসরকারি সংস্থা? জানুন বড়ো আপডেট
সমস্ত আধার কার্ডধারীদের সম্পর্কে একটি বড়ো আপডেট ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত শুধুমাত্র সরকারি মন্ত্রক এবং বিভাগগুলি আধার প্রমাণীকরণ (Aadhaar authentication) করে থাকে। এ বার থেকে সেই পদ্ধতি প্রসারিত হতে পারে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রেও।
ভারতের বাসিন্দাদের জন্য পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ হিসাবে দেওয়া আধার হল একটি ১২-সংখ্যার পৃথক শনাক্তকরণ নম্বর। আধার নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, ২০২২ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১৩৫ কোটির বেশি ভারতীয় নাগরিককে আধার নম্বর দেওয়া হয়েছে। বর্তমানে, সরকারি সংস্থাগুলিকে পরিষেবার জন্য আধার প্রমাণীকরণ (সামাজিক কল্যাণ, উদ্ভাবন, জ্ঞান) বিধিমালা, ২০২০-র অধীনে আধার প্রমাণীকরণ করার অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেকের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া, জনগণের জন্য বরাদ্দ তহবিলে জালিয়াতি রোধের তাগিদেই এই পদ্ধতি অবলম্বন করা হয়।
তবে আধারক...