করোনা ভ্যাকসিন গবেষণার জন্য অক্সফোর্ড জেনার ইনস্টিটিউটকে অর্থ সাহায্য করলেন লক্ষ্মী মিত্তল
বিবি ডেস্ক : বিশ্ব জুড়েই করোনা ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে। কে প্রথম বাজারে আনবে এই ভ্যাকসিন তা নিয়ে প্রতিদিন নতুন নতুন ঘোষণা। এরই মধ্যে অক্সফোর্ড জেনের ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন গবেষণায় সাহয্যের হাত বাড়িয়ে দিলেন ‘স্টিল ম্যাগনেট’ এবং আরসেলার মিত্তালের সিইও লক্ষ্মী মিত্তাল।
এই মুহূর্তে তাদের তৈরি করোনা ভ্যাকসিন কতটা মানবদেহে কার্যকরী তা নিয়ে গবেষণায় ব্যস্ত অক্সফোর্ড জেনের ইনন্স্টিটিউট। অধ্যাপক আদ্রিয়ান হিলের নেতৃত্বাধীন একটি গবেষক দল এই নিয়ে গবেষণা করছে। সেই গবেষণায় ৩২ লক্ষ পাউন্ড অর্থ সাহায্য করেছেন লক্ষী মিত্তল।
গবেষণার জন্য যে পদটি তৈরি করা হয়েছিল লক্ষ্মী মিত্তলের সন্মানার্থে তার নতুন নামকরণ করা হয়েছে। ‘লক্ষ্মী মিত্তল এন্ড ফ্যামিলি প্রফেসরশিপ অফ ভাইরোলজি’ নাম দেওয়া হয়েছে।
বিজনেস টুডে তার প্রতিবেদনে জানিয়েছে, মিত্তল প্রফেসর হিলের কাজকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন। আগা...