Tag: রিলায়েন্স

হোয়াটসঅ্যাপের সঙ্গে জিওমার্টকে জুড়তে শুরু হয়েছে ট্রায়াল রান
বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের সঙ্গে জিওমার্টকে জুড়তে শুরু হয়েছে ট্রায়াল রান

বিবি ডেস্ক : হোয়াটসঅ্যাপের সঙ্গে জিওমার্টকে জুড়তে ফেসবুকের সঙ্গে ট্রায়াল রান চালাচ্ছে রিলায়েন্স জিও। সংস্থার বার্ষিক সাধারণ সভায় একথা জানালেন RIL-এর চেয়ারম্যান মুকেশ অম্বানি। এর ফলে ভারতে ৪০ কোটির বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে জিওমার্ট। বাড়বে অনলাইনে রিটেলে কেনাকাটা। এই সংযুক্তির ফলে চ্যালেঞ্জের মুখে পড়বে ফ্লিপকার্ট, অ্যামাজনের মতো ই-কমার্স সংস্থা। রিলায়েন্সের লক্ষ্য অনলাইন রিটেল মার্কেটে রাজ করা। সেই উদ্দেশ্যেই রিলায়েন্স রিটেল হোয়াটসঅ্যাপে তাদের ই-কমার্স ব্যবসা জিওমার্টকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। ভারতে ১০০-র বেশি শহরে ছড়িয়ে রয়েছে জিওমার্টের ব্যবসা। ফল থেকে শাক-সব্জি সবকিছুই পাওয়া যায়। অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে গৃহস্থের ব্যবহারের অন্যান্য জিনিসও মেলে এই অ্যাপের মাধ্যমে। প্রসঙ্গত, গত বছর ৯.৯ শতাংশ অংশীদারিত্বের জন...