অর্থনীতি আরও খারাপ হলে দ্বিগুণ হবে ব্যাঙ্কের এনপিএ, কোপ পড়তে পারে গ্রাহকের জমা টাকার সুদে
বিবি ডেস্ক : কপালে ভাঁজ ফেলার মতো খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক স্থায়িত্ব প্রতিবেদন (Financial stability report)। দেশের শীর্ষ ব্যাঙ্কের করা ঋণের জন্য ম্যাক্রো স্ট্রেস টেস্টে দেখা গিয়েছে ব্যাঙ্কের গ্রস নন পারফর্মিং অ্যাসেটের (NPA) পরিমাণ আগামী বছর মার্চে এ বছরের তুলনার প্রায় দ্বিগুণ হতে পারে।
বতর্মান পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এনপিএ এ বছর মার্চে ৮.৫ শতাংশ থেকে বেড়ে ২০২১ সালে মার্চে ১২.৫ শতাংশ হতে পারে। শুধু তাই প্রতিবেদনে আরও বলা হয়েছে দেশের অর্থনীতির পরিস্থিতি যদি আরও খারাপ হয় তবে তা বেড়ে ১৪.৭ শতাংশ হতে পারে।
কোভিড পূর্ব পরিস্থিতিতে ব্যাঙ্কের নন-পার্ফমিং অ্যাসেটকে কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। কিন্তু কোভিড ১৯ কারণে দেশের আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে। তার ফলে আবার নতুন করে নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে এনপিএ।
কাকে বলে এনপিএ?
নন পারফর্মিং অ্যাসেট বলতে বোঝায় ব্যাঙ...