কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য বাজেটে জোর ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পে
কলকাতা : দেশে যেখানে গত ৪৫ বছরের মধ্যে বেকারত্বের হার বেড়েছে, সেখানে রাজ্যে বেকারত্বের হার কমেছে ৪০ শতাংশ। সোমবার রাজ্য বাজেট পেশ করে এমনটাই দাবি করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
বেকার যুবক-যুবতীরা যাতে স্বনির্ভর হয়ে ওঠতে পারে তারজন্য ‘কর্মসাথী’ প্রকল্পের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে সহজ শর্তে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। যে টাকা দিয়ে ছোট উদ্যোগ শুরু করা যাবে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে এক লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থান হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।
২০২১ সালে বিধানসভা নির্বাচন। তার আগে এটাই ছিল তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই বাজেটে কার্যত কল্পতরু রাজ্য সরকার।
‘কর্মসাথী’ প্রকল্পের পাশাপাশি ‘বাংলাশ্রী’ প্রকল্পেরও ঘোষণা করেন অর্থমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি জানান।
ক্ষম...