বন্ধন ব্যাঙ্কের নাম জুড়ল সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের সঙ্গে
বিবি ডেস্ক : সল্টলেক সেকটর ফাইভ মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ল বন্ধন ব্যাঙ্কের নাম। সম্প্রতি ব্যাঙ্কের সঙ্গে মেট্রোর একটি চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুয়ায়ী ওই স্টেশনের নাম হল “বন্ধন ব্যাঙ্ক সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন”।
সল্টলেকের সেকটর ফাইভ থেকেই যাত্রা শুরু করেছিল বন্ধন ব্যাঙ্ক। ব্যাঙ্কের রেজিস্টার্ড অফিস এবং হেড অফিসও সেক্টর ফাইভে। আগামীদিনে ওই স্টেশনে প্রচুর যাত্রীসমাগমের সম্ভাবনা রয়েছে। তাই প্রচুর মানুষের কাছে পৌঁছে যাবে বন্ধন ব্যাঙ্কের প্রচার।
নতুন এই উদ্যোগ নিয়ে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “কলকাতা মেট্রোর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। সেক্টর ফাইভের সঙ্গে বন্ধন ব্যাঙ্কের সবার প্রাণের যোগ। তাই আমরা খুশি যে ভারতীয় রেলওয়ে এই ধরনের প্রথম পার্টনারশিপের জন্য আমাদের বেছে নিয়েছে। কাজ শুরু করার সময় থেকেই বন্ধন ব্যাঙ্ক এই শহরের ভালোবাসা পে...