কমছে বেকারত্ব, বেড়েছে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনীহাও
বিবি ডেস্ক : করোনা অতিমারীতে যেখানে মে মাসে বেকারত্বের হার কপালে ভাঁজ ফেলেছিল, সেখানে জুন মাস থেকে কিছুটা হলে স্বস্তির খবর দিল অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমি (CMII)।
মে মাসে দেশে বেকারত্বের হার ছিল ১১.৯ শতাংশ। সেখানে জুন মাসে তা কমে হয়েছে ৯.১৯ শতাংশ। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হল কোভিড পূর্ববর্তী সময়ের তুলনায় কর্মীদের কাজে যোগ দেওয়ার হার বেশ কম। পাশাপাশি কম কর্মসংস্থানেরও হারও।
CMII-এর পরিসংখ্যান বলছে, জুনে দেশের শহরগুলিতে বেকারত্বের হার অনেকটাই কমে গিয়েছে। মে মাসে শহরে বেকারত্বের হার ছিল ১৪.৭৩ শতাংশ, সেখানে জুনে তা কমে হয়েছে ১০.০৭ শতাংশ।
তবে দেশের গ্রামগুলিতে বেকারত্বের হার কমার গতি স্লথ। মে মাসে দেশের গ্রামগুলিতে বেকারত্বের হার ছিল ১০.৬৩ শতাংশ, সেখানে জুনে তা কমে হয়েছে ৮.৭৫ শতাংশ।
করোনা অতিমারীর কারণেই শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন না বলে মনে করা হচ্...