Home Insurance করার আগে জেনে রাখা ভালো
বর্তমানে প্রতিযোগিতার বাজারে বাড়ি বিমায় জুড়ছে আরও বেশ কিছু আকর্ষণীয় সুবিধা।
বাংলা বিজ ডেস্ক: হোম ইন্সুরেন্স বা বাড়ি বিমার প্যাকেজে রয়েছে একাধিক সুবিধা। স্বাভাবিক ভাবেই নিজের প্রিয় বাড়িটির বিমা করানোর আগে সেগুলি ভালো ভাবে জেনে নেওয়া প্রয়োজন। সচরাচর যে কোনো বাড়ি বিমাতেই রয়েছে অগ্নিকাণ্ডজনিত ক্ষয়ক্ষতি এবং সরঞ্জামের চুরি-ডাকাতি ঘটে গেলে ক্ষতিপূরণের ব্যবস্থা। তবে বর্তমানে প্রতিযোগিতার বাজারে বাড়ি বিমায় জুড়ছে আরও বেশ কিছু আকর্ষণীয় সুবিধা।
কয়েকটি বিমা সংস্থা বাড়ি বিমার একটি বিশেষ বিভাগের অধীনে নির্দিষ্ট কিছু গহনা এবং মূল্যবান জিনিসপত্রের উপর বিশেষ সুবিধা এবং নির্দিষ্ট গৃহস্থালির সরঞ্জামের ভেঙে যাওয়া-সহ অন্যান্য ক্ষতির ক্ষেত্রেও বিমার সুবিধা দিয়ে থাকে।
এ ব্যাপারে বলা যেতে পারে টেলিভিশন বা ডেস্কটপ কম্পিউটারের কথা। এই ধরনের নির্দিষ্ট সরঞ্জামের ভেঙে যাওয়া-সহ অন্যান্য ক্ষতির ক্ষেত...