বাজেট কমে ১০ হাজার থেকে ২০০, বউবাজারের ব্যবসায়ীদের বিশ্বকর্মা পুজো কাটলো অন্ধকারে
নিজস্ব প্রতিনিধি: ফুল মিষ্টি চাঁদ মালা কিংবা হাতে হাতে পেটকাটি-চাঁদিয়াল, এসব নিয়ে যখন শহরের আর পাঁচটা ব্যবসায়ী বিশ্বকর্মা পুজোর আয়োজনে মেতে তখন বিপর্যস্ত বউবাজারে এই পুজো কাটলো আঁধারেই। দুর্গা পিথুরি এবং সাকরা পাড়া লেনের আকাশে উড়ল না একটাও ঘুড়ি। প্রতিবছরের ১০ হাজার টাকার বিশ্বকর্মা পুজোর বাজেট এসে দাঁড়াল মাত্র ২০০ টাকায়। তবুও রুজি রুটি সংস্থানের জায়গাটা আবার ফিরে পাওয়ার আশায় বাণিজ্য দেবতার আরাধনা মগ্ন হলেন সর্বহারা ব্যবসায়ীরা।
৯৫ নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট সোনার কারখানা ছিল পরিতোষ করের। পুরোপুরি ভেঙে না পড়লেও বড় বড় ফাটল ধরেছে তার কারখানায়। বউ বাজারে ধ্বস নেমে আসার ফলে রাতারাতি কারখানা বন্ধ করতে হয়েছে তাকে।
বাইরের রাজ্য থেকে তার কারখানায় কাজ করতে আসা শ্রমিকরা আজ আশ্রয়হীন ও বটে। প্রতিবছর ধুমধাম করে বিশ্বকর্মা পুজো পালিত হয় তার কারখানায়। পুলিশের কাছে আকুল আবেদ...