ই-গাড়ি নিয়ে কেন্দ্রের ‘গেম প্ল্যান’ স্পষ্ট করলেন নীতি আয়োগের সিইও আমিতাভ কান্ত
বিবি ডেস্ক : দেশে ইলেকট্রনিক গাড়ি
(ইভি) চালু নিয়ে কেন্দ্রের
কী পরিকল্পনা রয়েছে তা স্পষ্ট
করলেন নীতি আয়োগের সিইও
আমিতাভ কান্ত। ইভি
চালুর পাশাপাশি দেশের মধ্যে গাড়ির
ব্যাটারি তৈরিতেও উৎসাহ দিতে চায়
সরকার।
আহমেদাবাদে
তিনি বলেন, ইভির দেশীয়
ব্যাটারি নির্মাতাদের জন্য আগামী দিনে
বড় বাজার তৈরি হবে। তাই
ইলেকট্রনিক গাড়ি চালু হলে
পরিবেশ দুষণের পাশাপাশি, কর্মসংস্থানের
সুযোগও তৈরি হবে।
প্রথামিক
ভাবে কোন কোন ক্ষেত্রে
ইভি চালু হবে তাও
এদিন স্পষ্ট করেন অমিতাভ
কান্ত। তিনি
বলেন, দু’চাকা, তিন
চাকার পাশাপাশি গণপরিবহণে ইলেকট্রনিক গাড়ি চালু হবে।
নীতি আয়োগের সিইও বলেন, ‘‘আমাদের লক্ষ্য শহরে পরিবেশ দূষণে লাগাম টানার সঙ্গে সঙ্গে জ্বালানি আমদানি কমানো এবং সৌর বিদ্যুতকে ব্যবহার করা।’’
‘‘এই নতুন ব্যবস্থায় দেশের
তেল আমদানির খরচ কমাবে। তেল
সরবরাহ নিয়ে প্রতিদিন যে
নানা সমস্যা মুখোমুখি হতে
...