বিবি ডেস্ক : দেশে ইলেকট্রনিক গাড়ি (ইভি) চালু নিয়ে কেন্দ্রের কী পরিকল্পনা রয়েছে তা স্পষ্ট করলেন নীতি আয়োগের সিইও আমিতাভ কান্ত। ইভি চালুর পাশাপাশি দেশের মধ্যে গাড়ির ব্যাটারি তৈরিতেও উৎসাহ দিতে চায় সরকার।
আহমেদাবাদে তিনি বলেন, ইভির দেশীয় ব্যাটারি নির্মাতাদের জন্য আগামী দিনে বড় বাজার তৈরি হবে। তাই ইলেকট্রনিক গাড়ি চালু হলে পরিবেশ দুষণের পাশাপাশি, কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
প্রথামিক ভাবে কোন কোন ক্ষেত্রে ইভি চালু হবে তাও এদিন স্পষ্ট করেন অমিতাভ কান্ত। তিনি বলেন, দু’চাকা, তিন চাকার পাশাপাশি গণপরিবহণে ইলেকট্রনিক গাড়ি চালু হবে।
নীতি আয়োগের সিইও বলেন, ‘‘আমাদের লক্ষ্য শহরে পরিবেশ দূষণে লাগাম টানার সঙ্গে সঙ্গে জ্বালানি আমদানি কমানো এবং সৌর বিদ্যুতকে ব্যবহার করা।’’
‘‘এই নতুন ব্যবস্থায় দেশের তেল আমদানির খরচ কমাবে। তেল সরবরাহ নিয়ে প্রতিদিন যে নানা সমস্যা মুখোমুখি হতে হয়, তাও এড়ানো যাবে, ’’ বলে কান্ত জানান।
তিনি বলেন,‘‘ ভারতে পার ক্যাপিটা গাড়ির মালিকানা বেশ কম। ১০০০ জনের মধ্যে ২০ জনের গাড়ি আছে। এর মধ্যে ৫ শতাংশ দেশে তৈরি গাড়ি ব্যবহার করেন।’’ তাই এখানে পশ্চিমের মডেল চালু করা যাবে না। কান্ত বলেন,‘‘ আমাদের শেয়ার পরিবহণে জোর দিতে হবে।’
নীতি আয়োগের সিইও বলেন, ‘‘ভারতে লিথিয়াম আয়ন ব্যাটারি, সোডিয়াম আয়ন ব্যাটারি এবং সিলিকন ভিত্তিক ব্যাটারির প্রযুক্তি বেশ অনুন্নত। এর বিকাশসাধন প্রয়োজন। এর জন্য গবেষণা এবং সুস্পষ্ট রোডম্যাপ থাকা প্রয়োজন।’’ এছাড়া এই ক্ষেত্রে স্টার্টআপ সংস্থাগুলোকে উৎসাহ দেওয়া জরুরি বলে তিনি জানান।