Tag: আইফোন

ভারতে আইফোন উৎপাদনের জন্য বড়সড় বিনিয়োগ করছে অন্যতম বৃহৎ অ্যাপেল সরবরাহকারী পেগাট্রন
বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে আইফোন উৎপাদনের জন্য বড়সড় বিনিয়োগ করছে অন্যতম বৃহৎ অ্যাপেল সরবরাহকারী পেগাট্রন

বাংলাBiz ডেস্ক : গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ফোন ব্র্যান্ডগুলি ভারতে উৎপাদন এবং রপ্তানিতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে যেমন স্যামসঙ, শাওমি মতো সংস্থাও যেমন রয়েছে, তেমনই রয়েছে অ্যাপেলও। উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান, ট্রেনিং এবং দক্ষকর্মী তৈরির ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে সংস্থাগুলি। দ্বিতীয় বৃহত্তম আইফোন উৎপাদক সংস্থা ভারতে পেগাট্রন ভারতে আইফোন উৎপাদনের জন্য বড়মাপের বিনিয়োগে করছে। ইটির একটি প্রতিবেদন অনুযায়ী ভারতে প্রায় ১,১০০ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থাটি। যদিও এই পরিমাণ অর্থ ঠিক কি কাজে লাগানো হবে জানা যায়নি। শুধু জানা গিয়েছে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে। তাইওয়ানের এই বৃহত্তম উৎপাদক সংস্থাটি চেন্নাইয়ে নথীভুক্ত। কারখানা তৈরির জমি নিয়ে বর্তমানে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে। ২০২১ সালের শেষে দিকে অথবা ২০২২ সালে প্রথমে উৎপাদন শুরু হবে বলে মনে করা হচ্ছে । প্রকল্পটি ইতি...