শুরুতে বাজিমাত, Zomato -র IPO খোলার কয়েক ঘণ্টার মধ্যে ১.৩৮ গুণ সাবস্ক্রাইব
বিবি ডেস্ক : শুরুতেই বাজিমাত করল জোমাটো। প্রথমদিন দুপুর ১২টায় আইপিও খোলার সঙ্গে ১.৩৮ গুণ বেশি সাবস্ক্রিপশন জমা পড়ল।
১৬ জুলাই এই আইপিও বন্ধ হবে। মনে হচ্ছে প্রত্যাশার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়বে। ৭২-৭৬টাকা প্রতি শেয়ার দরে ৯৩৭৫ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে অনলাইন খাদ্য সরবারহকারী সংস্থা জোমাটোর।
আইপিও খোলার আগেই সংস্থটি মঙ্গলবার ১৮৬টি অ্যাঙ্কার ইনভেস্টরের কাছ থেকে ৪১৯৬ কোটি টাকা তুলেছে।
জোমাটো মূলত রেস্টুরেন্ট অ্যাগ্রিগেটর। গ্রাহকদের খাবার সরবারহ করার পাশাপাশি অন্যান্য সামগ্রীও সরবরাহ করা শুরু করেছে সংস্থাটি। কোম্পানিটির কোনো প্রমোটার নেই। যদিও বিনিয়োগকারী হিসাবে ইনফো এজ, অ্যান্ট ফিনান্সিয়াল এবং উবের রয়েছে।
জোমাটো হল প্রথম ফুড অ্যাগ্রিগেটার কোম্পানি যারা আইপিও নিয়ে এল। আইপিও-র উপর ভিত্তি করে জোমাটোর মূল্য ৬৪,৩৬৫ কোটি টাকা। এসবিআই কার্ড এবং পেমেন্ট সার্ভিসের (১০,৩৪১ কোটি টাকা...