Tag: Subhas Chandra

জি এন্টারটেনমেন্ট-এর বোর্ড চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সুভাষ চন্দ্রা
খবর

জি এন্টারটেনমেন্ট-এর বোর্ড চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সুভাষ চন্দ্রা

বিবি ডেস্ক : জি এন্টারটেনমেন্টের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সুভাষ চন্দ্রা। তবে গ্রুপের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে তিনি কাজ চালিয়ে যাবেন বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। স্টক মার্কেটকে দেওয়া বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘ সুভাষ চন্দ্রা চেয়ারম্যান পদ ত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেছেন। বোর্ড তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছে।’’ জি বোর্ড ছ’জন স্বাধীন ডিরেক্টরকে নিয়োগ করেছে। এই নিয়োগগুলি শেয়ারহোল্ডারদের অনুমোদিত হতে হবে। সুভাষ চন্দ্রা এবং পুণিত গোয়েঙ্কা এসেল গ্রুপের প্রতিনিধি হিসাবে জি বোর্ডে থাকবেন। গোয়েঙ্কা এবং সুভাষ চন্দ্রার ছেলে বর্তমানে সংস্থার এমডি এবং সিইও। নভেম্বরের ২০ তারিখে সুভাষ চন্দ্র জানান, দেনা মেটাতে এসেল গ্রুপের থাকা জি-র ১৬.৫ শতাংশ শেয়ার আর্থিক ঋণদাতা সংস্থা বেচে দেবে। গত সেপ্টেম্বর মাসে গ্রুপ জি-র ১১ শতাংশ শেয়ার একটি সংস্থা বিক্রি করেছে। সেখান থেকে ...