ভারতের প্রথম কোভিড-টিকা ‘কোভিশিল্ড’ বাজারে আসতে পারে ৭৩ দিনের মধ্যে
বাংলাbiz ডেস্ক: শুরু হয়ে গেল কাউন্টডাউন। সব কিছু ভালো ভাবে চললে আর ৭৩ দিনের মধ্যেই ভারতের প্রথম কোভিড-টিকা ‘কোভিশিল্ড’ (Covishield) বাজারে আসছে। সেরাম ইনস্টিটিউটের তৈরি করা ওই টিকা জাতীয় টিকাকরণ কর্মসূচি (National Immunisation Programme, NIP) অনুসারে ভারতীয়দের বিনা মূল্যে দেওয়া হবে।
টিকাকরণ কর্মসূচি অনুসারে অন্যান্য টিকাও বিনা মূল্যেই ভারতীয়দের দেওয়া হবে।
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (Serum Institute of India, SII) এক শীর্ষ আধিকারিক বিজনেস টুডে-কে বলেন, “মানবদেহে পরীক্ষানিরীক্ষার (human trial) যত রকম বিধিনিয়ম আছে, সে সব ৫৮ দিনের মধ্যে সম্পূর্ণ করার জন্য সরকার ‘ট্রায়াল প্রোটোকল’ অনেক দ্রুত সম্পন্ন করেছে এবং আমাদের ‘বিশেষ উৎপাদন অগ্রাধিকার লাইসেন্স’ (Special Manufacturing Priority Licence) দিয়েছে।”
ওই আধিকারিক বলেন, “সেই সূত্রেই আজ তৃতীয় তথা চূড়ান্ত ট্রায়ালে প্রথম ডোজ ...