Tag: senior citizens

প্রবীণদের জন্য ট্রেন টিকিটে ছাড় ফিরবে কি? সংসদে জবাব রেলমন্ত্রীর
খবর

প্রবীণদের জন্য ট্রেন টিকিটে ছাড় ফিরবে কি? সংসদে জবাব রেলমন্ত্রীর

নয়াদিল্লি: দেশে ট্রেন চলাচল করোনাকালের আগের নিয়মে ফিরে গেলেও করোনাকালে প্রবীণ নাগরিকদের জন্য বন্ধ হয়ে যাওয়া ছাড় আর চালু করতে চায় না ভারতীয় রেল। বুধবার সংসদে এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রবীণ নাগরিকরা মহামারির আগে ট্রেনের টিকিটে যে ছাড় পেতেন, তা এখনই আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোভিড -১৯ মহামারি ছড়িয়ে পড়ায় তাঁদের জন্য ট্রেনের টিকিটের ছাড় স্থগিত করা হয়েছিল। বিভিন্ন ধরনের ভর্তুকি এবং বেতন বিলের কারণে উচ্চ ব্যয়ে ভুগছে রেল। যে কারণে, বর্তমান "পরিস্থিতি" বিবেচনায় রেখে প্রবীণদের জন্য সেই ছাড় এখনই ফিরছে না। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে জানান, গত বছর যাত্রী পরিষেবার জন্য ৫৯,০০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল। পাবলিক ট্রান্সপোর্টারের পেনশন এবং বেতন বিল খুব বেশি। ট্রেন ভ্রমণে প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড় কবে পুনরুদ্ধার করা হবে সেই বিষয়ে একটি প্রশ্নের এমন...