ম্যাগি মামলায় জরিমানার বিরুদ্ধে আবেদন করবে নেস্টলে
বিবি ডেস্ক : ইনস্ট্যান্ট নুডলস ম্যাগি তে রয়েছে মনোসোডিয়াম গ্লুকোমেট। এই অভিযোগ তুলে ২০১৫ সালে একটি মামলায় ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল নেস্টলে কোম্পানিকে। সেই জরিমানার বিরুদ্ধে এবার আবেদন জানাবে সংস্থা।
২০১৫ সালে সংগৃহীত ম্যাগির নমুনায় একটি কেন্দ্রীয় পরীক্ষাগার এমএসজি আবিষ্কার করার পর, মধ্যপ্রদেশের মোরেনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসকে মিশ্র নেস্টেলের ওপর এই জরিমানা আরোপ করেছিলেন।
কিন্তু নেসলে কোম্পানির এক আধিকারিক দাবি, ম্যাগির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ ভুল। ম্যাগির প্যাকেজিংয়ের কোন এমএসজি যুক্ত করা হয় না। ম্যাগি নুডলস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ১০০ শতাংশ নিরাপদ বলেই দাবি করেছে এই সংস্থা।
দেশের ফুড কন্ট্রোলার একটি পরীক্ষায় ম্যাগির মধ্যে অতিরিক্ত পরিমাণে সীসা পায়। এরপরই আদালত এই নুডুলস এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ম্যাগির লেবেলে 'এম এস জি যোগ করা নেই' এই কথাটি ন...