এলআইসি বিমা রত্ন প্ল্যান: সীমিত প্রিমিয়াম, গ্যারান্টিযুক্ত মানি ব্যাক
দেশের বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIC)। দেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য মানানসই পলিসি নিয়ে আসে এলআইসি। নিজের আয় এবং ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী পছন্দমতো পলিসিতে বিনিয়োগ করতে পারেন গ্রাহক।
এলআইসি বিমা রত্ন প্ল্যান
এলআইসি-র একটি জনপ্রিয় পলিসির নাম এলআইসি বিমা রত্ন প্ল্যান (LIC Bima Ratna Plan)। এটি একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং, ব্যক্তিগত, সঞ্চয় জীবন বিমা পরিকল্পনা। এতে বিনিয়োগ করলে আপনি নিশ্চিত বোনাস পাবেন।
এলআইসি-র বিমা রত্ন প্ল্যানে, আপনি ২০-২৫ শতাংশ টাকা ফেরতের সুবিধা পাবেন। এই টাকা দু’বার ফেরত পাবেন। এই ক্ষেত্রে, মেয়াদপূর্তিতে মোট বিমাকৃত অর্থের মাত্র ৫০ শতাংশ পাওয়া যায়। এতে, ১৫ বছরের পরিকল্পনায় ১৩তম এবং ১৪তম বছরে টাকা ফেরতের সুবিধা পাওয়া যায়। ২০ বছরের পরিকল্পনায় ১৮ এবং ১৯তম বছরে টাকা ফেরত পাওয়া যায়।
...