Tag: Aadhaar KYC

ই-কেওয়াইসি মাসিক ভিত্তিতে বেড়েছে ২২ শতাংশ! আস্থা বাড়ছে আধারে?
খবর

ই-কেওয়াইসি মাসিক ভিত্তিতে বেড়েছে ২২ শতাংশ! আস্থা বাড়ছে আধারে?

দেশে আধার কার্ড ই-কেওয়াইসি-তে ব্যাপক বৃদ্ধি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আধার ই-কেওয়াইসি ২৮.৭৫ কোটি অতিক্রম করেছে, যা নভেম্বর মাসে মাসিক ভিত্তিতে ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ, এর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৫০.২৪ কোটি। ব্যাপক ব্যবহৃত হচ্ছে আধার ই-কেওয়াইসি ই-কেওয়াইসি ছাড়াও আধার অথেন্টিকেশনের মাধ্যমে করা লেনদেনের ক্ষেত্রেও চওড়া বৃদ্ধি ধরা পয়েছে। যা মাসিক ভিত্তিতে ১১ শতাংশ বেড়ে ১৯৫.৩৯ কোটিতে পৌঁছেছে। বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, সারা দেশেই আধার ব্যবহারের অগ্রগতি দেখা যাচ্ছে। নাগরিকরা এই ব্যবস্থা ব্যবহারে আগ্রহ দেখাচ্ছেন। শুধুমাত্র নভেম্বরেই, আধার ব্যবহার করে ২৮.৭৫ কোটি ই-কেওয়াইসি লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের মাসের তুলনায় ২২ শতাংশ বেশি। ২০২২ সালের নভেম্বরের শেষ নাগাদ, ই-কেওয়াইসি-র মাধ্যমে মোট লেনদেনের সংখ্যা বেড়ে হয়েছে ১,...