কোভিড বিধি শিথিল হতেই বাড়ল সোনার আমদানি
বিবি ডেস্ক : কোভিড অতিমারীর দ্বিতীয় ঝড়ের প্রভাব কিছুটা কমতেই দেশে সোনা আমদানির পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়ে গেল। এ বছর জুন মাসে করোনা কালের মধ্যে সবচেয়ে বেশি হলুদ ধাতুর আমদানি হয়েছে।
গত মাসে সোনা আমদানি ১৫ টন বেড়েছে যা এক বছর আগে ছিল ১৩.২ টন। এপ্রিল-জন ত্রৈমাসিকে সোনা আমদানির পরিমাণ গিয়ে দাড়িয়েছে ৯৭ টনে।
কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ক্রেতারা আবার দোকানমুখি হচ্ছেন। তাই সোনার চাহিদা বাড়ছে। উল্লেখযোগ্য সোনা উপভোক্তা হিসাবে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।
জন মাস থেকে একাধিক রাজ্য আস্তে আস্তে লকডাইন তুলে নিচ্ছে। কল্যাণ জুয়েলার্স, টাইটনের মতো গয়না বিক্রিতারা আবার দোকান খুলছেন। ক্রেতারাও কোভিড ভীতি কাটিয়ে আবার দোকানে যাচ্ছেন।
ক্রেতাদের দোকানমুখী হওয়ার আরও একটা কারণ হল সোনার দামে পতন।
মম্বইয়ের এক সোনার গনা বিক্রেতা জানিয়েছেন, ‘‘ দোকান খোলা রাখার সময়সীমা নির্দিষ্ট করার পরও ক্রেতা...