করোনা আবহে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার
বিবি ডেস্ক : সপ্তাহের শেষ কাজের দিনেও চাঙ্গা রইল ভারতীয় শেয়ার বাজার। যে শেয়ারগুলির দর এদিন সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে তার মধ্যে রয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার এবং বাজাজ ফিনান্স।
করোনা পরিস্থিতির মধ্যেও শুক্রবার অধিকাংশ সময় সস্তায় শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা প্রবণতা লক্ষ করা গিয়েছে লগ্নীকারীদের মধ্যে। এদিন বাজার বন্ধের সময় ব্যাঙ্কিং শেয়ার, বিশেষত এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার কেনা ধুম পড়ে যায়। এর কারণ হিসাবে মনে করা হচ্ছে, শনিবার এইচডিএফসি ব্যাঙ্ক জুন ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে। সে দিকে তাকিয়েই ব্যাঙ্কের শেয়ার কেনার আগ্রহ লক্ষ করা যায়।
ভারতে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই দেশের শেয়ার বাজার পড়তে শুরু করে। ১২ হাজারের আশপাশে ঘুরতে থাকা নিফটি মার্চের তৃতীয় সপ্তাহে পৌঁছে যায় ৭৫০০ পয়েন্টে। তবে আবার আস্তে আস্তে পুনরুদ্ধা...