Mutual Fund-এ বিনিয়োগের আগে যাচাই করুন নির্ভরযোগ্যতা
বিবিডেস্ক: বেশ কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক কারণের প্রভাবে ভারতীয় ইক্যুইটি মার্কেটে দেখা দিয়েছে উচ্চতর অস্থিরতার। এই অস্থিরতা নির্ণায়ক সূচক এনএসই ভিক্স বা ভোলাটিলিটি ইনডেক্স গত ২০১৮ সালে ছিল ১৫.০৭, কিন্তু এ বার ২০১৯ সালে তা বেড়ে ছাড়িয়ে গিয়েছে ১৭.৩৪।
একই ভাবে গত বছরে স্টক মার্কেটের ৭১ শতাংশ সংস্থা ৫০০ কোটি টাকার বেশি বাজারি মূলধন হারিয়েছিল কিন্তু চলতি ২০১৯-এ তা বেড়ে হয়েছে ৭৫ শতাংশ। গত ২৫ জুলাই ২০১৮ থেকে ২৫ জুলাই ২০১৯-এর মধ্যে বিএসই সেনসেক্সে এই ছবি স্পষ্ট হয়ে ধরা পড়েছে।
স্বাভাবিক ভাবেই ইক্যুইটিতে বিনিয়োগকারীরা বাজারের দ্বারা নিজেদের উপেক্ষিত বলেই মনে করছেন। কিন্তু মিউচুয়াল ফান্ড পরিচালিত মোট সম্পত্তিতে (এইউএম) ইক্যুইটি-ভিত্তিক প্রকল্পগুলির অংশ গত জুনে মাসে ৪২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা জুন ২০১৮ সালে ৪১.২ শতাংশ ছিল। পরিসংখ্যান বলছে, খুচরো এবং এইচএনআই বিনিয়োগকারীরা ইক্যুইটি-ভিত...