Tag: বুলেটপ্রুফ জ্যাকেট

বুলেটপ্রুফ জ্যাকেটের জন্য চিনা কাঁচামাল আমদানী বন্ধ করুক কেন্দ্র, চান নীতি আয়োগের এক সদস্য
বিজ্ঞান-প্রযুক্তি

বুলেটপ্রুফ জ্যাকেটের জন্য চিনা কাঁচামাল আমদানী বন্ধ করুক কেন্দ্র, চান নীতি আয়োগের এক সদস্য

নয়াদিল্লি : দেশজুড়ে যখন চিনা পণ্য বয়কটের দাবি জোরালো হচ্ছে, তখন নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেট তৈরির জন্য চিনা কাঁচামাল আমদানী বন্ধ করা উটিত কেন্দ্রের,এমনটাই মনে করেন নীতি আয়োগের এক সদস্য। ভিকে সারস্বত জানিয়েছেন, যে সমস্ত ভারতীয় কোম্পানী সেনাবাহিনীর জন্য বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করে তারা যেন চিন থেকে কাঁচামাল আমদানী বন্ধ করে। কারণ সেই কাঁচামালের মানে ‘অসংগতি’ থাকতে পারে। নীতি আয়োগের সদস্য ভিকে সারস্বত, নিরাপত্তা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (DRDO) প্রাক্তন প্রধান। সংবাদ সংস্থা পিযিআইকে তিনি জানিয়েছেন, চিনের বদলে সংস্থাগুলি অন্য কোন উৎপাদনকারী সংস্থার থেকে কাঁচামাল আমদানী করতে পারে। কারণ, এর আগে একাধিকবার দেখা গিয়েছে বুলেটপ্রুফ জ্যাকেটের জন্য চিন থেকে আমদানী করা কাঁচামালের গুণমান ভালো নয়। দেশেই হালকা ধরনের অস্ত্র এবং নিরাপত্তা সংক্রান্ত সামগ্রী যাতে উৎপাদন করা যায়, নীত...