বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন মুকেশ অম্বানি
বাংলা Biz ডেস্ক : বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় একের পর এক ধাপ পেরিয়ে চলেছেন মুকেশ অম্বানি। মাত্র হপ্তা খানেকের মধ্যে পাঁচ থেকে চারে চলে এলেন তিনি। টপকে গেলেন ইউরোপের ধনীতম ব্যক্তিকে।
ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেস্ক অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যানের সম্পদের পরিমাণ ৮,০৬০ কোটি ডলার।
মুকেশ টপকে গিয়েছেন ফ্রান্সের ব্যবসায়ী বার্নাড আনাল্টকে।
ভারতের এই ধনী ব্যক্তি ইতিমধ্যেই বিশ্বের বড় বড় বিজনেস টাইকুনকে টপকে গিয়েছেন। এর মধ্যে রয়েছেন, এলন মাস্কস, লারি পার্জ, ওয়ারেন বাফেট।
কারণ কী?
কী ভাবে বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় একের পর ধাপ টপকে যাচ্ছেন? লাইভ মিন্ট জানিয়েছে, কোভিড ১৯ কারণে জ্বালানি তেলের চাহিদা বিপুল হারে বেড়েছে, এর ফলে দেশের তেল সাম্রাজের অন্যতম ব্যবসায়ী মুকেশের সংস্থার শেয়ার দর বেড়েছে লাফিয়ে লাফিয়ে।
এ ছাড়া সংস্থার ডিজিট্যাল উদ্যোগে বিনিয়োগ করেছে ফেসবুক এবং গুগ...