Tag: পুনর্ব্যহৃত প্লাস্টিক

দূষণ রুখতে অভিনব পদক্ষেপ, পুনর্ব্যহৃত প্লাস্টিক দিয়ে তৈরি জুতো বাজারে আনল পুমা
লাইফস্টাইল

দূষণ রুখতে অভিনব পদক্ষেপ, পুনর্ব্যহৃত প্লাস্টিক দিয়ে তৈরি জুতো বাজারে আনল পুমা

বিবি ডেস্ক : প্লাস্টিক দূষণ রুখতে অভিনব উদ্যোগ নিল জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক সংস্থা পুমা। ফেলে দেওয়া প্লাস্টিক পুনর্ব্যবহার করে জুতো তৈরি করেছে সংস্থাটি। এ কাজে তাকে সহযোগীতা করছে বিট্রেনের সংস্থা ফার্স্ট মাইল। প্রথম ধাপে প্রায় এক লক্ষ ৯০ হাজার ফেলে দেওয়া প্লাস্টিক বোতলকে পুনর্ব্যবহার করে জুতো বানিয়েছে সংস্থাটি। পুমার এই সংক্রান্ত কর্পোরেট প্রধান স্টিফেন সেইডেল জানিয়েছে,‘‘ মাটি এবং সমুদ্র থেকে সংগ্রহ করা ৪০টন প্লাস্টিককে পুর্নব্যবহার করে ২০২০ সালের জন্য জুতো বানিয়েছে সংস্থাটি।’’ তিনি আরও জানিয়েছেন‘‘ফার্স্ট মাইলের সহযোগিতায় পুমা তাদের তৈরি পোশাকে পরিবেশ বান্ধব সুতো ব্যবহার করছে।’’ জুতো, শর্ট, প্যান্ট এবং জ্যাকেটের প্রায় ৮৩ থেকে ১০০ শতাংশ পরিবেশ বান্ধব সুতো ব্যবহার করে বানায় পুমা। ফার্স্ট মাইল সম্পর্কে বর্জ্যকে পুনর্ব্যবহার করতে সহযোগিতা করার জন্য একাধিক বহুজাতিক সং...