Tag: নিউ নর্মাল

শুক্রবার থেকে মেট্রোর ই-পাশে শিশু ও মহিলাদের ক্ষেত্রে আংশিক ছাড়
খবর

শুক্রবার থেকে মেট্রোর ই-পাশে শিশু ও মহিলাদের ক্ষেত্রে আংশিক ছাড়

বাংলা Biz ডেস্ক : দিনের একটি নির্দিষ্ট সময়ে ই-পাশ ছাড়া মেট্রোয় যাতায়াত করতে পারবেন মহিলা ও শিশুরা। সে ক্ষেত্রে লাগবে শুধু স্মার্টকার্ড। এতদিন পর্যন্ত বয়স্ক যাত্রীরা এই সুবিধা পেতেন। মেট্রোরেল সূত্রে খবর ২০ নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে মহিলা এবং ১৫ বছরের নীচে শিশুরা এই সুবিধা পাবেন। সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত ই-পাস ছাড়া মেট্রো চড়া যাবে। শিশুদের ক্ষেত্রে স্কুলের পরিচয়পত্রও দেখানো যাবে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নিউ নর্মালে মেট্রো পরিষেবা শুরু হওয়ায় সময় বেশ কিছু বিধি নিষেধ আনা হয়। টোকেনের বদলে শুধু স্মার্ট কার্ড এবং ই-পাসের মাধ্যমে মেট্রোতে চড়া যাচ্ছিল। যাত্রী সংখ্যা কম থাকায় সংখ্যায় কম মেট্রো চালানো হচ্ছিল। ধাপে ধাপে মেট্রোর সময়সীমা কমিয়ে ট্রেনের সংখ্যা বাড়িয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর মহিলা ও শিশুদের ক্ষেত্রে ই-পাসের নিয়ম শিথল করার পর এবার ধাপে ধাপে ই-পাস তুলে দেওয়ার ভাবনা ...