Tag: করোনা অতিমারী

করোনা অতিমারীর জের : ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে ইন্ডিগো
খবর

করোনা অতিমারীর জের : ১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে ইন্ডিগো

বিবি ডেস্ক : করোনা অতিমারীর জেরে বিমান পবিরহণ সংস্থা ইন্ডিগো তাদের মোট কর্মী সংখ্যার ১০ শতাংশ ছাঁটাই করবে। সোমবার এক বিবৃতি দিয়ে সংস্থার সিইও রণজয় দত্ত জানিয়েছেন, করোনা অতিমারী জেরে ছ’মাস আগে থেকে তাদের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। যেখানে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, সেখানে ব্যবসায়ীক কার্যক্রম চালাতে গেলে কিছুটা আত্মত্যাগ করতে হবে। সবদিক বিচার করে আমাদের যন্ত্রণাদায়ক এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তিনি জানিয়েছেন, ‘‘ এটা স্পষ্ট যে আমাদের শ্রমশক্তির ১০ শতাংশ ছেঁটে ফেলা যথেষ্ট বেদনাদায়ক। ইন্ডিগোর ইতিহাসে এই প্রথম এমন যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নিতে হচ্ছে। ঘটনাচক্রে এটি একটি দুর্ভাগ্যজনক মোড়।’’ সিইও আরও বলেন, ‘‘ছমাস আগে আমরা নিজেরাই প্রবৃদ্ধির গতিপথ তৈরি করেছিলাম। কিন্তু এই মহামারী আমাদের বাধ্য করেছে সেই পরিকল্পনার পুনর্নিমাণ করতে।’’ সংস্থার ছাঁটাইয়ের তালিকায় থাকা কর্মী তিন মাসের মোট বেতন ...