Tag: এইচ১বি

এইচ১বি-ভিসা নিয়ে নির্দেশে সই ট্রাম্পের, কাজের ‘আশায় জল’ ভারতীয় আইটি পেশাদারদের
খবর, বিজ্ঞান-প্রযুক্তি

এইচ১বি-ভিসা নিয়ে নির্দেশে সই ট্রাম্পের, কাজের ‘আশায় জল’ ভারতীয় আইটি পেশাদারদের

বাংলাBiz ডেস্ক : বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে বিশেষ নির্দেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যে সমস্ত ভারতীয় তথ্যপ্রযুক্তি পেশাদাররা আমেরিকায় চাকরির আশায় থাকতেন, প্রভাব পড়বে তাঁদের উপর। ট্রাম্পের এই নির্দেশিকার ফলে ধাক্কা খাবেন সমস্ত ‘ফেডালের কনট্রাকটার’-রা। তারা এইচ১বি-ভিসার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে উচ্চদক্ষতার কাজে মার্কিনদের বদলে ভারতীয়দের নিয়োগ করতেন। এইচ১বি ভিসা একটি অ-পরিযায়ী ভিসা। যা দিয়ে অস্থায়ী ভাবে প্রযুক্তি এবং তাত্বিক উচ্চ দক্ষতার কাজে বিদেশি কর্মী নিয়োগ করা যায়। গত ২৩ জুন ট্রাম্প প্রশাসন ২০২০-র শেষ পর্যন্ত অন্য বিদেশি ভিসার সঙ্গে এইচ১বি স্থগিত করে দেন । ডেনাল্ড ট্রাম্প বলেন, ‘‘ আমরা এইচ১ বি ভিসার নিয়ন্ত্রণ বিধি চূড়ান্ত করেছি, যাতে আবার আমেরিকার কর্মীরা কাজ পান। সস্তা শ্রমিক দিয়ে আমিরেকানদের কাজ সুযোগ আমরা নষ্ট হতে দেবো না...