চর্চায় টাটা পাঞ্চ ইভি, জানুন কবে লঞ্চ হবে, ফিচার এবং দাম কত

tata

নিজের ইভি লাইনআপকে ক্রমশ প্রসারিত করার চেষ্টা করছে টাটা মোটরস (TATA Motors)। এখন পাঞ্চ ইভি (Punch EV) গাড়িপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। দীর্ঘ সময় ধরে টাটা পাঞ্চের বৈদ্যুতিক মডেলের জন্য অপেক্ষা করছেন অনেকে। সম্প্রতি এটির একটি ছবিও প্রকাশ্যে এসেছে।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, সম্প্রতি একটি চার্জিং স্টেশন দেখা গিয়েছে পাঞ্চ ইভি। আর তার পর থেকেই জল্পনা, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে টাটা মোটরস-এর এই এসইউভি (SUV)। তবে, একটি মহলের মতে, আগামী ডিসেম্বরে লঞ্চ হতে পারে এই ইলেকট্রিক গাড়ি।

বর্তমানে নেক্সন ইভি প্রাইম (Nexon EV Prime), নেক্সন ইভি ম্যাক্স (Nexon EV Max), টিয়াগো ইভি (Tiago EV) এবং টিগোর ইভি (Tigor EV)-র মতো বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে। এ বার সেই তালিকাতেই যুক্ত হতে চলেছে পাঞ্চ ইভি।

ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির বিক্রি বাড়ছে। এমন পরিস্থিতিতে, টাটা মোটরসও নিজেদের ইভি পোর্টফোলিও বাড়িয়ে এই বিভাগে নিজের রাজত্ব বজায় রাখতে চায়। আগামী দিনে টাটার একাধিক ইভি লঞ্চ করতে পারে। তালিকায় রয়েছে হ্যারিয়ার ইভি, কার্ভ ইভি, সিগা ইভি এবং আভিনিয়া ইভি, সেইসঙ্গে অলট্রোজ এবং পাঞ্চের বৈদ্যুতিক ভেরিয়েন্টগুলি।

টাটা পাঞ্চ ইলেকট্রিক গাড়ি সম্পর্কে এখনও পর্যন্ত অনেক তথ্যই সামনে এসেছে। জানা যাচ্ছে, এর সামনের বাম্পারে রয়েছে চার্জিং পোর্ট। এটি দেখতে সাধারণ পেট্রোল এবং সিএনজি মডেলের মতোই হবে। চারটি চাকায় ডিস্ক ব্রেক থাকবে এবং এতে একটি নতুন অ্যালয় হুইল সেটআপ দেখা যাবে। ভিতরের ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, এটি একটি নতুন ইন্সট্রুমেন্ট কনসোল, ফ্রি-স্ট্যান্ডিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৩-স্পোক স্টিয়ারিং হুইল, ওয়্যারলেস চার্জার, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, আর্মরেস্ট এবং পুরো কেবিন জুড়ে নীল অ্যাকসেন্ট দেখতে পাওয়া যাবে।

টাটা পাঞ্চ ইভি (Tata Punch EV)-তে শক্তিশালী ব্যাটারি প্যাক থাকতে পারে, যার রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এতে দ্রুত চার্জিংয়ের সুবিধা মিলবে। পাঞ্চ ইভি-র প্রাথমিক দাম ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: নতুন বাইক এসপি ১৬০ আনল হোন্ডা, জানুন দাম কত

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version