করোনা আবহে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার

share market 678x381 1

বিবি ডেস্ক : সপ্তাহের শেষ কাজের দিনেও চাঙ্গা রইল ভারতীয় শেয়ার বাজার। যে শেয়ারগুলির দর এদিন সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে তার মধ্যে রয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আইসিআইসিআই ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার এবং বাজাজ ফিনান্স।

করোনা পরিস্থিতির মধ্যেও শুক্রবার অধিকাংশ সময় সস্তায় শেয়ার কিনে বেশি দামে বিক্রি করা প্রবণতা লক্ষ করা গিয়েছে লগ্নীকারীদের মধ্যে। এদিন বাজার বন্ধের সময় ব্যাঙ্কিং শেয়ার, বিশেষত এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার কেনা ধুম পড়ে যায়। এর কারণ হিসাবে মনে করা হচ্ছে, শনিবার এইচডিএফসি ব্যাঙ্ক জুন ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করবে। সে দিকে তাকিয়েই ব্যাঙ্কের শেয়ার কেনার আগ্রহ লক্ষ করা যায়।

ভারতে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই দেশের শেয়ার বাজার পড়তে শুরু করে। ১২ হাজারের আশপাশে ঘুরতে থাকা নিফটি মার্চের তৃতীয় সপ্তাহে পৌঁছে যায় ৭৫০০ পয়েন্টে। তবে আবার আস্তে আস্তে পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে নিফটি। দেশের করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন যেভাবে রেকর্ড হারে বাড়ছে, সেই নিফটির নিজেকে পুনরুদ্ধার সত্যিই উল্লেখযোগ্য।


আরও পড়ুন : বিক্রি পড়েছে জ্বালানি তেলের, কারণটা কী?


বিশেষজ্ঞদের মতে নিফটি একের পর এক বাধা পেরিয়ে আবার ১১ হাজার পয়েন্টের দিকে এগিয়ে চলেছে।

ন্যাশানল স্টক এক্সচেঞ্জে এদিন উল্লেখযোগ্য ভাবে ভারত পেট্রোলিয়ামের দর বৃদ্ধি পেয়েছে।

ওএনজিসি, ভারতী ইনফ্রাটেল, গেইল ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং গোদরেজ ফাইনান্সের শেয়ার দর বেড়েছে ৩.৪ থেকে ৫.৮ শতাংশ।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version