সোনার দাম কমল, জেনে নিন কোন শহরে কম দামে পাওয়া যাচ্ছে

gold

সোমবার সোনার দাম কমেছে। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১০০ টাকা কমে এ দিন ৬০,৩৫০ টাকা হয়েছে। ২২ ক্যারেট সোনার দাম ৫৫,২৫০ টাকা প্রতি ১০ গ্রাম। রুপোর দাম ৩০০ টাকা কমে প্রতি কেজির দর হয়েছে ৭৬,৭০০ টাকা।

দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে সোনার দাম

দিল্লি: ২৪ ক্যারেট ৬০,৪৩০ টাকা; ২২ ক্যারেট ৫৫,৪০০ টাকা

মুম্বই: ২৪ ক্যারেট ৬০,২৮০ টাকা; ২২ ক্যারেট ৫৫,২৫০ টাকা

কলকাতা: ২৪ ক্যারেট ৬০,২৮০ টাকা; ২২ ক্যারেট ৫৫,২৫০ টাকা

চেন্নাই: ২৪ ক্যারেট ৬০,৫৫০ টাকা; ২২ ক্যারেট ৫৫,৫০০ টাকা

সোনার দাম কমার কারণ

মার্কিন যুক্তরাষ্ট্রে মিশ্র অর্থনৈতিক তথ্যের কারণে বিনিয়োগকারীরা দোলাচলে ভুগছেন। ফলে সোনার দামেও তার স্পষ্ট প্রভাব। ডলার সূচক ০.১১ শতাংশ বেড়ে ১০১.৫১ স্তরে লেনদেন করছে। বিপরীতে সোনার দামের উপর চাপ বজায় রয়েছে।

আরও পড়ুন: এনপিএস গ্রাহকদের জন্য বড়ো স্বস্তি, এই কাজটির জন্য আর কোনো ফি লাগবে না

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version