ছন্দ ধরে রাখল শেয়ার বাজার, দ্বিতীয় দিনেও লাভের মুখ দেখলেন বিনিয়োগকারীরা

বিশেষ করে মেটাল সেক্টরে চওড়া হাসি। চিনে চাহিদা পুনরুজ্জীবনের আশায় মেটাল স্টক ছিল দিনের তারকা পারফরমার।

ছন্দে ফেরার ইঙ্গিত শেয়ার বাজারের, লাভের অঙ্কে টেক্কা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের

এ দিন স্টক মার্কেটের অন্যতম সূচকগুলির পুনরুত্থানে বড় ভূমিকা নিয়েছে ব্য়াঙ্কিং সেক্টর। তাদের মধ্যে লাভের অঙ্কে সবাইকে টেক্টা দিয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক।

শেয়ার বাজারে ফের বিষাদের সুর, চওড়া পতন সেনসেক্স-নিফটিতে

শুক্রবার বাজার বন্ধের সময় দেখা যায়, বিএসই সেনসেক্স ৪৬১ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ নেমে ৬১,৩৩৭-তে পৌঁছেছে। অন্য দিকে, ১৪০ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ পড়ে গিয়ে বন্ধ হয়েছে ১৮,২৭৪-এ।

Exit mobile version