এক বছরে দেশে দাম বৃদ্ধি ৭০ শতাংশ! আর সস্তা নয় প্রাকৃতিক গ্যাসও

গত এক বছরে শিল্পোৎপাদন পিএনজি এবং পরিবহণ সিএনজি জ্বালানির দাম ভারতে ৭০ শতাংশেরও বেশি বেড়েছে। শিল্পমহল সূত্রের খবর, গত ১ জানুয়ারি এইচপিসির নদিয়া ও হুগলির পাম্পে প্রতি কিলোগ্রাম সিএনজির দাম ছিল যথাক্রমে ৬৮.৫ এবং ৬৯.৫ টাকা। এখন তা ৯৫ টাকা।

Exit mobile version