nirmala sitharaman

খাদ্য সূচকে পতন, বেকারত্ব বৃদ্ধি, অর্থমন্ত্রী কিন্তু শোনাচ্ছেন আশার বাণী

ক্ষুধা সূচকে পিছিয়ে ভারতের স্থান দাঁড়িয়েছে ১০৭-এ। দেশে বেকারত্বের হার প্রায় সাড়ে ছয় শতাংশ। ডলারের সাপেক্ষে টাকার রেকর্ড পতনে বাড়ছে আমদানি খরচ। ফলে আশঙ্কা ঘাটতি মাথাচাড়া দেওয়ার।

দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের প্রস্তুতি শুরু, পাখির চোখ সেই বৃদ্ধিই

দ্বিতীয় মোদী সরকারের সম্ভাব্য শেষ পূর্ণাঙ্গ বাজেটের (Union Budget) আগে অর্থ মন্ত্রকের (Finance Ministry) পাখির চোখ দেশের ধারাবাহিক বৃদ্ধি।

কমছে বিনিয়োগ, বাড়ছে না কাজের সুযোগও, দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশের অর্থনীতি

বিজেপি এবং সরকার এর ভিন্ন ব্যাখ্যা দিয়ে কাজের সুযোগ বৃদ্ধির দাবি করে বার বার। তুলে ধরে স্টার্টআপে বিপুল লগ্নি এবং কর্মসংস্থান তৈরির কথা। কিন্তু এ নিয়ে আশাবাদী হতে নারাজ অর্থনীতিবিদদের একাংশ।

বিশ্ব জুড়ে অর্থনৈতিক দোলাচলে ভারত এক উজ্জ্বল নক্ষত্র, দাবি ডয়েশ ব্যাঙ্কের সিইওর

এক দশক ধরে চলা অর্থনৈতিক অস্থিরতা, যুদ্ধ, মুদ্রাস্ফীতি, পণ্য সরবরাহের সমস্যা সত্ত্বেও বিশ্ব অর্থনীতিতে ভারত এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে। যদিও এর জন্য নয়াদিল্লিকে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আরও সহজ হতে হবে।

বিক্রি বাড়ছে দামি পণ্যের, কমছে কম দামি জিনিসের চাহিদা

দেশে দামি জিনিসপত্রের চাহিদা বেড়েই চলেছে। গাড়ি থেকে রং, ছবিটা সব ক্ষেত্রেই এক। অথচ ঠিক উল্টো ছবিটা দেখা যাচ্ছে কম দামি পণ্যের ক্ষেত্রে। সেই বাজার ক্রমেই চলেছে তলানির দিকে।

ডলারের তুলনায় কমেই চলেছে টাকার দাম, বরাভয় দিয়েই চলেছেন অর্থমন্ত্রী

মাভৈ! একেবারে সঠিক পথেই না কি চলছে ভারতীয় অর্থনীতি। এবং দুশ্চিন্তা করার না কি কোনও কারণই নেই। ‘ভুল’ ধরিয়ে দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন!

ধাক্কা খেল ভারতীয় অর্থনীতি, বৃদ্ধির হার আরও কমাল এডিবি

আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাই সত্যি করে এ বার ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার আরও কমিয়ে দিল এডিবি। কারণ হিসাবে দেখানো হল মূল্যবৃদ্ধির চাপ, তাকে বাগে আনতে সুদের হার বৃদ্ধি এবং শ্লথ বিশ্ব অর্থনীতির প্রভাব।

Exit mobile version