পেটিএমের বিনোদন এবং টিকিটিং ব্যবসা ২,০৪৮.৪ কোটি টাকায় অধিগ্রহণ করছে জোম্যাটো

পেটিএমের বিনোদন এবং টিকিটিং ব্যবসা অধিগ্রহণ করতে যাচ্ছে জোম্যাটো। ২,০৪৮.৪ কোটি টাকার এই চুক্তি উভয় সংস্থার বোর্ড কর্তৃক অনুমোদিত হয়েছে এবং ৯০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এই অধিগ্রহণের মাধ্যমে জোম্যাটো তাদের ‘গোয়িং আউট’ সেক্টরে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলতে চায়।