HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি ও সিইও নবনীত মুন্নট সম্প্রতি অনুষ্ঠিত India Today Conclave 2024-এ বিনিয়োগের মাধ্যমে সম্পদ সৃষ্টির তার পরীক্ষিত মন্ত্র “STP” (Sound Investment, Time, Patience) নিয়ে আলোচনা করেছেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির জন্য এর থেকে ভালো আর কোনো সূত্র নেই। STP-ই দীর্ঘমেয়াদে সঠিক ফলাফল এনে দেবে।”
Munot- এর মতে, বিনিয়োগের ক্ষেত্রে এই মন্ত্র সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভবিষ্যতেও এটি কার্যকরী থাকবে। “বাজারে সবসময়ই ওঠানামা চলবে,” তিনি যোগ করে বলেন, “বাজারকে কখনও তাড়াতাড়ি লাভের মাধ্যম হিসেবে দেখার চেষ্টা করবেন না, বিশেষত, ছোট ও মাঝারি শিল্পের (SME) আইপিওগুলির মতো জায়গায় বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকতে হবে।” তবে, দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তার মধ্যে দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে। তিনি বর্তমান সময়কে “মানব ইতিহাসে এক অনন্য অর্থনৈতিক বৃদ্ধি” বলে বর্ণনা করেন।
নবনীত মুন্নট ভারতের অর্থনৈতিক বিবর্তনের প্রসঙ্গে উল্লেখ করেন যে, একসময় যেখানে আমাদের আগের প্রজন্ম বিদেশি সাহায্য ও বিনিয়োগের উপর নির্ভর করত, সেখানে এখন ভারতীয়রাই নিজের ভবিষ্যতে বিনিয়োগ করছেন। তিনি বলেন, “আমরা এখন ‘অমৃত কাল’-এ আছি। এই পরিবর্তন একটি যুগান্তকারী সময়ের সূচনা করেছে, যেখানে এমনকি গ্রামাঞ্চলের সাধারণ বিনিয়োগকারীরাও মাসে মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হতে পারছেন।”
বাজারের অস্থিরতা নিয়ে মুন্নট স্বীকার করেন যে, কিছু কিছু সময়ে শেয়ারবাজার অতিমূল্যায়িত হয়ে যায় এবং সংশোধনের প্রয়োজন হয়। তবে, তিনি দীর্ঘমেয়াদে বিনিয়োগকে সর্বোত্তম পথ বলে মনে করেন। “বাজার একটি দোলনার মতো, ওঠানামা সবসময় থাকবে। তবে সামনের কয়েক বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি নজরকাড়া হবে।” এছাড়াও, সেবি’র সাম্প্রতিক গবেষণায় যে ৯৩ শতাংশ F&O ট্রেডার ক্ষতির সম্মুখীন হন, সেই বিষয়টিতেও তিনি গুরুত্ব দিয়েছেন এবং বিনিয়োগকারীদের ‘স্পেকুলেটিভ’ বা ‘এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম’ হিসেবে বাজারকে না দেখার পরামর্শ দিয়েছেন।
Munot আরও বলেন, বিনিয়োগ শুধুমাত্র ধৈর্য এবং সময়ের সমন্বয়ে সঠিক ফলাফল এনে দেয়। “ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে একটি বৃহৎ সম্পদ তৈরি করা সম্ভব। তাই বাজারের ক্ষণস্থায়ী ওঠানামায় বিচলিত না হয়ে, সঠিক বিনিয়োগের মাধ্যমে ধৈর্য ধরুন এবং দেখুন কীভাবে তা ভবিষ্যতে মূল্যবান সম্পদে পরিণত হয়।”