ওয়েবডেস্ক : আজ শেয়ার বাজারে যে স্টকগুলি নজরে থাকবে দেখে নিন এক নজরে :
ইয়েস ব্যাঙ্ক : বুধবার ইয়েস ব্যাঙ্ক জানিয়েছে তহবিল সংগ্রহে দেরি হওয়ার জন্য তাদের ডিসেম্বর ত্রৈমাসিকে আয়-ব্যয়ের হিসাব পেশ করতে দেরি হচ্ছে।
হল (HAL) : রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারোস্পেস এবং প্রতিরক্ষা সংস্থা আজ ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের আয়ের হিসাব জানাবে।
তেল সংস্থাগুলি : চিনে করোনাভাইরাসের প্রদুর্ভাবে কমতে পারে তেলের চাহিদা, তেমনটাই মনে পেট্রোলিয়াম রপ্তানীকারী দেশগুলির সংস্থা ওপেক। এর লে উৎপাদন কমানো হতে পারে বলে মনে করছে তারা।
এছাড়া যে যে সংস্থাগুলি আজ ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের আয়ের হিসাব পেশ করবে সেগুলি হল—ভোডাফোন আইডিয়া, গোদরেজ ইন্ড্রাস্টিজ।
ফেডারেল ব্যাঙ্ক : কেরালার এই ব্যাঙ্কটি বুধবার জানিয়েছে, সুর্দশন সেনকে তাদের বোর্ডের অতিরিক্ত নন-এক্সিকিউটিভ স্বাধীন ডিরেক্টর হিসাবে নিয়োগ করেছে আগামী পাঁচ বছরের জন্য। ১১ ফেব্রুয়ারি থেকে এই নিয়োগ কার্যকরী হবে বলে সংস্থাটি জানিয়েছে।
অশোক লেল্যান্ড : এই বড় গাড়ি নির্মাতা সংস্থাটি জানিয়েছে তাদের বার্ষিক লাভে ৮৬.৭ শতাংশ পতন হয়েছে। গাড়ি বিক্রি কম হয়ে যাওয়ার কারণে তাদের আয় কমেছে বলে সংস্থাটি জানিয়েছে।
টোরেন্ট পাওয়ার : সংস্থাটি বুধবার জানিয়েছে তাদের নিট লাভ ৭৭ শতাংশ বেড়েছে।
এছাড়াও এনবসিসি এবং অরবিন্দ ফার্মার শেয়ারেও আজ নজর থাকবে।