ওয়েবডেস্ক : আজ বৃস্পতিবার শেয়ার বাজারে যে স্টকগুলি নজরে থাকবে:
ইন্ট্রাগ্লোব অ্যাভিয়েশন : ইন্ডিগোর শেয়ারহোল্ডাররা কোম্পানির আর্টিকেলের সংশোধনী প্রস্তাব বাতিল করে দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী সংস্থার কো-প্রমোটার রাহুল ভাটিয়ার নেতৃত্বাধীন সংস্থার হাতে মূল পরিচালক কর্মী নিয়োগের চাবিকাঠি থাকবে।
বাজাজ ফিনসার্ভ : নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানির ডিসেম্বর ত্রৈমাসিকে নিট লাভ ৩২.৩৫ শতাংশ বেড়েছে।
বাজাজ ফাইনান্স : গৃহস্থালী দ্রব্যে ঋণদানকারী সংস্থা বাজাজ ফিনান্স জানিয়েছে, তাদের নিট লাভ এক বছরে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির হার ৫২ শতাংশ।
জেএসডব্লু গ্রুপ : সজ্জন জিন্দালের জেএসডব্লু গ্রুপ জানিয়েছে প্রায় ৩০০ কোটি টাকা নিউ ম্যাঙ্গালোর পোর্ট ট্রাস্টে তারা কন্টেনাক টার্মিন্যাল তৈরি এবং পরিচালনা করবে।
ফার্মা কোম্পানিগুলি : বৃহস্পতিবারও শেয়ার বাজারে নজর থাকবে ফার্মা কোম্পানিগুলির স্টকের উপর। কারণ, করোনা ভাইরাসের প্রকোপের জন্য চিন থেকে আসা কাঁচামালের সরবরাহ কমেছে।
ইয়েস ব্যাঙ্ক : ইন্ডিয়া রেটিং এন্ড রিসার্চ সংস্থা দীর্ঘমেয়াদীতে ‘এ’ রেটিং-এ রেখেছে এবং স্বল্প মেয়াদিতে ইস্যু করা ‘এ১’ রেটিং বাতিল করেছে।
গোদরেজ কনসিউমার প্রোডাক্ট : গৃহস্থালী দ্রব্য নির্মাতা গোদরেজ কনসিউমার প্রোডাক্ট ডিসেম্বের ত্রৈমাসিকে তাদের নিট লাভ ৫.১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে।
জ্যুবিলেন্ট ফুড ওয়ার্ক : নয়ডার সংস্থা, যারা ডোমিনো পিৎজা এবং ডানকিন ডুনাটস রেস্টুরেন্ট চেন পরিচালনা করে, ডিসেম্বর ত্রৈমাসিকে তাদের নিট লাভ বেড়েছে ৭.৫ শতাংশ।
এছাড়া যে শেয়ারের দিকে নজর থাকবে সেটি হল টাটা পাওয়ার।