সোমবার (৭ এপ্রিল, ২০২৫) ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক ধস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। বিশ্ববাজারের সেই প্রবণতাকেই প্রতিফলিত করল এই পতন।
সকালেই সেনসেক্স প্রায় ৪,০০০ পয়েন্ট পড়ে যায়, আর নিফটি ৫০ সূচক নেমে যায় ২১,৭৫০-এর নিচে। বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচক ১০ শতাংশ পর্যন্ত পড়ে যায়।
বাজারের উদ্বেগের মাপকাঠি ইন্ডিয়া ভিক্স প্রায় ৫২ শতাংশ বেড়ে ২১ ছুঁইছুঁই করে, যা চরম উদ্বেগের ইঙ্গিত দেয়।
দুপুর ৩টা নাগাদ সেনসেক্স ২,৬১১ পয়েন্ট বা ৩.৪৭ শতাংশ পড়ে দাঁড়ায় ৭২,৭৫৩-এ। নিফটি ৮৫৪ পয়েন্ট বা ৩.৭৩ শতাংশ কমে দাঁড়ায় ২২,০৫০-এ।
মাত্র কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের প্রায় ১৯ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়। বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলোর মোট বাজার মূলধন আগের দিনের ৪০৩ লক্ষ কোটি থেকে কমে দাঁড়ায় ৩৮৪ লক্ষ কোটিতে।
আজ শেয়ার বাজার পতনের অন্যতম কারণ কী?
এর প্রধান কারণগুলোর মধ্যে একটি হল শেয়ার বিক্রির প্রবণতা। প্রায় প্রতিটি প্রধান আন্তর্জাতিক শেয়ার বাজারেই বড়সড় পতন দেখা গিয়েছে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, তারা শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরছে না।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ট্রাম্প শুল্ককে “ঔষধ” হিসেবে বর্ণনা করে বলেন, বিদেশি সরকারগুলিকে শুল্ক তুলতে হলে বড় মাশুল গুনতে হবে। তিনি জানান, শেয়ার বাজার পড়ে যাওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তিনি বলেন, “আমি চাই না কিছু পড়ে যাক, কিন্তু অনেক সময় কিছু সারাতে ঔষধ খেতেই হয়”।
এশিয়া, ইউরোপ ও আমেরিকার বাজারে রক্তক্ষরণ চলছে। সোমবার এশিয়ার বাজারে তাইওয়ান ওয়েটেড ১০ শতাংশ ও নিক্কেই ৭ শতাংশ পড়ে যায়। শুক্রবার মার্কিন বাজারে S&P 500 সূচক প্রায় ৫.৯৭ শতাংশ ও ডাও জোন্স ৫.৫০ শতাংশ কমে যায়। প্রযুক্তিনির্ভর ন্যাসড্যাক সূচক ৫.৭৩ শতাংশ পড়ে।
বিশ্ববাজারের এই দুর্বলতা ভারতীয় শেয়ার বাজারের মানসিকতার ওপর সরাসরি প্রভাব ফেলেছে।