মুদ্রাস্ফীতির হার কমেছে আমেরিকায়। বুধবার সেই খবরেই ভর করে ভারতীয় স্টক মার্কেটের অন্যতম দুই সূচক সেনসেক্স ও নিফটি উপরে উঠেই বন্ধ হল। মঙ্গলবারের পর বুধবার মিলিয়ে চলতি সপ্তাহে পর পর দু’টি ট্রেডিং সেশনে উত্থান হল মূল সূচকগুলির।
ব্যাঙ্কিং, আইটি, ধাতু ও জ্বালানি ক্ষেত্রের শেয়ার কেনার কারণে এ সব ক্ষেত্রগুলির সঙ্গে সম্পর্কিত সূচকগুলিও উপরে উঠে বন্ধ হয়েছে। বিএসই সেনসেক্স ১৪৪ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬২,৬৭৮-এ বন্ধ হয়েছে, যেখানে এনএসই নিফটি ৫৮ পয়েন্ট বা ০.২৮ শতাংশ বেড়ে ১৮,৬৬০ পয়েন্টে বন্ধ হয়েছে।
ব্যাঙ্কিং স্টকগুলির বৃদ্ধির কারণে এ দিন সর্বকালের সর্বোচ্চ ৪৪ হাজারের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছে ব্যাঙ্ক নিফটি। এই সূচক ০.২৩ শতাংশ বা ১০২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪৪০৪৯ পয়েন্টে বন্ধ হয়েছে। আগের দিন ৪৪ হাজারের গণ্ডির কাছাকাছি পৌঁছালেও এ দিন সেই সীমা অতিক্রম করে ফেলল ব্যাঙ্ক নিফটি।
অন্য দিকে, নিফটি মিডক্যাপ ০.৬০ শতাংশ বৃদ্ধির সঙ্গে বন্ধ হয়েছে এবং নিফটি স্মল ক্যাপ ০.৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেনসেক্স-এর স্টকগুলির মধ্যে টেক মাহিন্দ্রা ১.৫৮ শতাংশ, টাটা স্টিল ১.৮০ শতাংশ, এসবিআই ১.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্টো দিকে দাম কমেছে নেসলে, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্কের।
পরিসংখ্যান বলছে, পুঁজিবাজারে উচ্ছ্বাসের কারণে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে ১ লক্ষ কোটি টাকারও বেশি। বিএসই-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ২৯০ লক্ষ কোটি টাকা বেড়ে ২৯১.০৭ লক্ষ কোটি টাকা হয়েছে।
আরও পড়ুন: অনলাইনে কী ভাবে জিএসটি রেজিস্ট্রেশনের আবেদন জানাবেন