চলতি সপ্তাহের শেষ দিনে ভারতীয় শেয়ারবাজারে অস্থিরতার মধ্যে সেনসেক্স ও নিফটি প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছে। তথ্যপ্রযুক্তি (আইটি), ব্যাঙ্কিং, আর্থিক এবং ফার্মা খাতের স্টকগুলোর দুর্বল পারফরম্যান্স এই পতনের জন্য মূলত দায়ী।
সূচকের পতন
এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ৭২০.৬০ পয়েন্ট কমে ৭৯,২২৩.১১-এ এবং এনএসই নিফটি ফিফটি ১৮৩.৯০ পয়েন্ট কমে ২৪,০০৪.৭৫-এ বন্ধ হয়েছে।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, “আজকের পতন মূলত লাভ তুলতে যাওয়ার চাপ এবং গ্লোবাল মার্কেটের নেতিবাচক প্রবণতা থেকে উদ্ভূত। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে টানা পাঁচ দিনের পতন এবং এশিয়ার বাজারে কিছুটা প্রতিরোধের ফলে ভারতের বাজার চাপে পড়েছে।”
উল্লেখযোগ্য স্টক পারফরম্যান্স
আজকের ট্রেডিং সেশনে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC) ৫.১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টাটা মোটর্স ৩.১৩ শতাংশ এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স ১.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, টাইটান কোম্পানি (+১.৮০ শতাংশ) এবং নেসলে ইন্ডিয়া (+১.৪০ শতাংশ) ভালো পারফর্ম করেছে।
অন্যদিকে, তথ্যপ্রযুক্তি ও ব্যাঙ্কিং স্টকগুলোর মধ্যে পতনের প্রবণতা দেখা যায়। উইপ্রো ২.৮৩ শতাংশ কমেছে, এইচডিএফসি ব্যাঙ্ক ২.৫৩ শতাংশ, আদানি পোর্টস ২.৩০ শতাংশ, টেক মহিন্দ্রা ২.১১ শতাংশ এবং সিপলা ১.৯৮ শতাংশ হ্রাস পেয়েছে।
খাতভিত্তিক পারফরম্যান্স
বেশিরভাগ সেক্টরাল সূচক লাল রঙে বন্ধ হয়েছে।
- নিফটি ব্যাংক ১.২৬ শতাংশ এবং নিফটি প্রাইভেট ব্যাংক ১.০০ শতাংশ হ্রাস পেয়েছে।
- নিফটি হেলথকেয়ার সূচক ১.৩১ শতাংশ এবং নিফটি ফার্মা ১.৩৮ শতাংশ কমেছে।
- আইটি স্টকগুলো ১.৪৫ শতাংশ পতন দেখিয়েছে।
যদিও কিছু সেক্টর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।
- নিফটি মিডিয়া ১.৩৭ শতাংশ এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাস ১.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
- নিফটি কনজিউমার ডিউরেবলস (+০.৫৫ শতাংশ), নিফটি পিএসইউ ব্যাংক (+০.৩২ শতাংশ) এবং নিফটি এফএমসিজি (+০.২৫ শতাংশ) অল্প বৃদ্ধি দেখিয়েছে।
বাজারের বর্তমান পরিস্থিতি বিনিয়োগকারীদের জন্য আরও সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে।