বিবি ডেস্ক : লক্ষ্মীবারে রেকর্ড ভাঙল সেনসেক্স। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সূচক ২৮৬ পয়েন্ট বেড়ে ৪০,৩৩৭-কে স্পর্শ করে। গত ৪ জুন সেনসেক্সের সূচক ৪০,৩১২ পয়েন্টে পৌঁছেছিল। এদিন সেই রেকর্ডকে ভেঙে দিল । সেনসেক্সর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও।
শেয়ার বাজারের এই বৃদ্ধির পিছনে রয়েছে এসবিআই, ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক এবং টিসিএস-এর শেয়ার।
তবে অধীগৃহিত ব্যাঙ্কগুলোর মধ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক, পিএনবি, এলাহাবাদবাদ ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক এবং ওবিসি-র শেয়ার ভাল বেড়েছে। এছাড়াও বাজাজ ফিনান্স, বাজাজ অটো এবং কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারও এদিন ভালো লাভ করেছে।
এদিন নিফটি ১১,৯০০ সূচক টপকে প্রায় ২০০ পয়েন্ট বেড়ে ১২,১০৩-এ পৌঁছয়।
বাজারের এই রের্কড ঊত্থানের কারণ হিসাবে বলা হচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো। সারা বিশ্বেই এর সদার্থক প্রভাব পড়েছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
এছাড়া কর্পোরেট করে ছাড় এবং কৌশলগত ভাবে বিলগ্নিকরণে পথে এগোনো সিদ্ধান্ত বাজারে প্রভাব ফলেছে।